• রবিবার, ২৪ মার্চ ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

ফরিদগঞ্জ পৌরসভায় হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

আপডেটঃ : মঙ্গলবার, ১১ মে, ২০২১

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌরসভার দরিদ্র জনগণের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চালের পরিবর্তে নগদ অর্থ তথা প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। ১০ ই মে সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের আপামোর জনগণের কথা সর্বদা ভাবেন। তাই করোনাকালে দেশের এই দু:সময়েও গ্রামের খেটে খাওয়া মানুষের কথা ভুলেন নি। তিনি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আপনাদের জন্য এই অর্থ বরাদ্দ দিয়েছেন। আশা করছি ঈদের পূর্ব মুহুর্তে আপনাদের এই সামান্য টাকা কাজে লাগবে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্্র অফিসার আব্দুর রহমান, পৌর সচিব এ কে এম খোরশেদ আলম, প্যানেল মেয়র আ: মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের যুগগ্মসম্পাদক রবিউল হোসেন প্রমুখ।
এদিকে একই দিন দুপুরে পৌর মেয়র তার নিজ বাড়ি ভাটিরগাওয়ে নিজের ওয়ার্ডের সাধারণ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন টেক্্র অফিসার আব্দুর রহমান , প্যানেল মেয়র আ: মান্নান পরান, পৌর কাউন্সিলর আবু জায়েদ বাবুল পাটওয়ারী, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, সহসভাপতি হালিমা বেগম, পৌর ছাত্রলীগের সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…